বাংলার বিলুপ্তপ্রায় ধানের জাত রক্ষায় এগিয়ে এসেছে অদেখা ফাউন্ডেশন

আবহমান বাংলার চিরচেনা ধানের জাতগুলোকে রক্ষায় এগিয়ে এসেছে ‘অদেখা ফাউন্ডেশন’ নামক একটি সংস্থা। নতুন নতুন ধানের আবিস্কারের ফলে হাইব্রীডের কবলে পড়ে বিলুপ্তপ্রায় ধুমাই, চেংড়ি, মুরালি, ময়না শাইল প্রভৃতি জাতের ধানকে রক্ষা করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে সংস্থাটি। তারই ধারাবাহিকতায় ১৭ মে সোমবার দুপুর ১২টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কতোয়ালপুরস্থ ফসলের মাঠে আনুষ্ঠানিকভাবে ধুমাই ধানের চারা রোপন করে অদেখা ফাউন্ডেশন। এসময় উদ্যোক্তা ও বিশ^শিল্পী কবি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য সুমন আহমদ বলেন, আমাদের বাংলাদেশের জনপ্রিয় অনেক জাতের ধান এখন হারিয়ে যেতে বসেছে। আমাদের দাদা-দাদীরা এক সময় যে সব ধান রোপন করে ঘরে … Continue reading বাংলার বিলুপ্তপ্রায় ধানের জাত রক্ষায় এগিয়ে এসেছে অদেখা ফাউন্ডেশন